দ্বীনের আহবান
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
০৯-০৪-২০২২
🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹
সত্য সুন্দর সরল পথে
কে কে চলবি আয়?
নশ্বর জীবন বরফের মত
ক্ষয়ে গলে যে যায়।


পঁচে গলে গেলে মিলবে কি?
হারানো  জীবন চিত্র,
সময় থাকতে জানতে  হবে
আপন  শত্রু মিত্র।


চিন্তা করে দেখো রে মন
ভবি  দিনের কথা,
কর্ম যদি সুখের না হয়
শাস্তি আছে যথা।


ধর্ম আছে স্ব-অবস্থানেই
কর্মের  মাঝে  ভুল,
ধর্ম দোহাইতে রেহাই নেই
এক পরিমাণ চুল।


সেসম পুঙ্খ পুঙ্খ হিসাব হবে
রোজ হাশরের দিনে,
হোক সে আরব মক্কা মদিনার
হোক সে তুরস্ক চীনে।


হোক সে ধনী,জ্ঞানীগুণী
আর্থিক শিল্পপতি,
মাফ পাবে না কোনদিন সে
কাহারো কর ক্ষতি।


মাফ পাবে না পীর ওলিরা
ধনী  খেতাব ধারী,
জাহান্নামের তলে স্থান হবে
পাপাচারীর বাড়ি।


জাহান্নামের পাশেই হবে
জান্নাতিদের বাস,
সেথায় পাবে নাজ নেয়ামত
কি দারুণ সুবাস।


ওই বেহেস্তে স্থান পাইবে
কেবলমাত্র তারা,
শত বাধায় সত্য সরল পথ
ছাড়েনি কো যারা।


আল্লাহ সেদিন ডেকে বলবে
বেহেস্তে তোরা আয়,
বরফের ন্যায় দামী জীবন
ক্ষয়ে গলে যায়।