তুমি এক ঝোলা ভাষা ছড়িয়ে দিলে-
     মুগ্ধতার মাঝে হারিয়ে যাই,
হৃদয় চক্ষু অশ্রুতে ছল ছল
     কষ্টে আঁখি  থেকে পড়ে না জ্বল।


যে কথন হাওয়ায় ভাসিয়ে দিলে-
     অনুক্ত বলা নানা কথা,
শ্বাসরূদ্ধকর পরিস্থিতিতে
    তবুও মন প্রান পিপাসিত।


বুঝিনা কেন জ্বালিয়ে দিলে দহন-
    পুড়ে দেহ মন চৌচির,
হৃদয়ের মাঝে পার পাড়ে সারাক্ষন
     তবুও তোকে স্মরি দেহমন।


কেন এত্ত ব্যাথা দেও গো-
    জমাটে হয় ব্যথার পাহার,
শীতলতায় একটু তুষরপাত দিবে
নচেৎ জ্বলে পুড়ে ছারখার অভুক্তমন।