দোষ কি তাতে?
   এম,এ,সালাম
    ৩০-১২-১৭


স্বপ্ন না হয় দেখছি আমি-
   তোকে নিয়ে সাথে,
চিড়িয়াখানা লেকপার্কে
    ঘুরছি একসাথে।


স্বপ্ন আমি  দেখছি  একা-
    সাথে ছিল রাতের তারা,
অচেতন ঘুমের মাঝে কেন?
   করেছি ঘোরাফেরা।


হাত ধরিয়া ঘোরাঘুরি-
     লেকের পাড়ে পাড়ে,
নিদ্রা হতে জেগে দেখি
      সে আছে বহুদূরে।


রাতের স্বপ্ন যে মধুর ছিল-
    চাকের মধুর মত,
স্বপ্ন ভেঙ্গে হায় হুপতি
     বেড়ে গেল কত?


স্বপ্নের মাঝে হাত ধরাধরি-
    এটা কি ছিল দোষের,
সুজন বন্ধু বলে দাওগো
     কেন হল ইহা দোষের?


স্বপ্নের কথা প্রকাশ করেই-
     করেছি আমি ভুল,
সেই জন্যই নাকি দিতে হবে
     সেই ভুলেরই মাশুল।


স্বপ্ন যে ভাই সবাই দেখে-
     কত রঙ বিরঙের?
আমার স্বপ্ন প্রকাশ করেই
     পড়েছি মহা ডঙ্গে।


প্রেমিক হৃদে স্বপ্নেরা সব-
     খেলছে লুকোচুরি,
দোষ ছিল কেন ফুল কাননে?
    হাতধরে ঘোরাঘুরি।