রক্তের আত্মীয়র খবর শুনে-
     মাথায় আকাশ ভেঙে পড়ে,
এই খবর টি এই মুহুর্তে
    কে শুনালে মোরে?


খড়ার উপর মরার ঘা-
     খবর দিয়ে গেল,
ওরে রক্ত এই কাজ ঘটিয়ে
     তুমি কি যে পেলে।


তুমি যে ছিলে মেধাবী মেয়ে-
      আমরা সবাই জানি,
কি সুখ পেলে এ কাণ্ড ঘটিয়ে?
     আমার বুঝে আসে নি।


ভুল করেছো কুল হারাইয়া-
     দিচ্ছো নির্বুদ্ধিতার পরিচয়,
এ কুল ও কুল সব হারাইলা
     একটু স্বার্থের লাইগা।


ভুল করিয়া স্থান পেলে তুমি-
      সবার ক্ষোভের মাঝে,
বেহায়ার মত এ কাজটি তুমি
     কেমন করে করিলে।


ভুলের ক্ষমা করে যদি তোকে-
     তোমার আপনজন,
তবেই তোমার স্থান হবে
     হবে সকলের প্রিয়জন।