দুনিয়া মায়ার বাঁধন (২৩৩০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২২-১১-২০২৩ ইং
*********************
♥এই ধরাতে খেলছো তুমি
ভাব জমাইয়া খেলা,
দিনের শেষে আঁধার হবে
    থাকবে না আর বেলা।
♥আপনজন শোনরে কথা
ঐ দিলের কান দিয়ে,
জমি জমা বিষয় সম্পত্তি
    কেন রাখ যে জমিয়ে?
♥মানুষ ঠিকানা নাই জানা?
শুধু আঁধার কালো ঘর,
সেথায় ভালো থাকতে হলে
     সামানা জোগার কর।
♥বাঁতি বিহীন অন্ধকার ঘরে
একাকী থাকতে হবে,
একবার যদি যাও সেখানে
      আসবি না আর ভবে।
♥নেক কাজ করো না যদি
কঠিন বিচার হবে,
এমন আজাব পাইতে হইবে
     দেখবে না কেউ তবে।
♥মানুষ এখনও  সময় আছে
মাফ চাও প্রভুর কাছে,
তিনি যদি ক্ষমা করে দেয়
     কাহার কি করার আছে।
♥সময় থাকতে রোপন করো
ভালো জাতের বীজ,
তবেই তোমার অবস্থান হবে
    ঐ দোযাহানের চীজ।