দূর করে দে অমানিশা (১৯৮৯)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৪-১২-২০২২
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
জানি ছাড়তে হবে রঙের ভুবন
তবুও মিছে করি আশা,
শুধু মিছে করি  আমার আমার
এ যে মিছে ভালোবাসা।


দুই দিনের রঙ মহলের খেলাঘরে
খেলছে খুন জখমের খেলা,
হায় আসল কাজে তদারকি নেই!
অসময়ে ডুববে জীবন লীলা।


ভেবোছো সঙ্গে কিছু নিতে পারবি
ওপারের জন্য কিছু মাল,
এখন থেকেই সামাল দিয়ে চল
নচেৎ  কাঠগড়ায় বেসামাল।


রঙ মহলের সুন্দর যত বাড়ি-গাড়ি
সঙ্গে কি আর যাবে তাহা,
মানুষ সময় থাকতে সামানা গুছাও
পরপাড়ে আসবে না যাহা।


মন পাগল তুই সঠিক বুঝলি নারে
এখন যথেষ্ট সময় আছে,
দ্বীনের আলোর প্রদীপ জ্বালিয়ে দে
নচেৎ সুন্দর জীবন মিছে।