দুঃসময় চলছে (১৮৯৩)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
০৯-০৯-২০২২
=================
মহা আনন্দে খাচ্ছো চুষে
বিবেকের হার মাংস,
এই সমাজেই হইবি তোরা
লজ্জা নিয়েই ধ্বংস।


তোরা বিড়াল লেলিয়ে দিয়ে
কুকুর বস করতে চাও,
রাতের অলীক স্বপ্ন দেখেই
কেন সেদিকেতে ধাও?


তুষের অনল জ্বলছে দ্বিগুণ
পুড়ছে যে নিজা আত্মা,
একটা কথা ঘুরপাক খায়
কোথায় মিলবে  নিরাপত্তা?


মুখোশধারী ওই বর্ণ চোরায়
ভরে গেছে যে দেশটা,
গরীব দুঃখিদের রক্ত চুষেও
মেটেনি তোদের রেসটা।


জন সাধারনের বাঁচা-মরা যে
এখন ওদের হাতে ন্যস্ত,
নিজের আখের ঘুচাতে গিয়ে
ওরা তাই ভীষন পথভ্রষ্ট।


অন্ধ অনুকরণে ভাসছে মানুষ
ঘুম ভেঙ্গেও সচেতন ঘুম,
আতঙ্কের মাঝেই দিনাতিপাত
কে কখন হয় যে গুম?