এ বুকে কত আশা? (২১৮৩ তম)
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
২৬-০৬-২৩ ইং
================
আমি কেনো বলি আজ
এ কথা বারবার,
আমি চাইনি তো বলতে
তাই বলছি আবার।


আমি চাইনি তো দেখতে
যা দেখছি চারদিকে,
ফাঁরাক করতে চাইনিতো
ক্ষমতা  করে ধর্মকে।


চুরির কাজ সব খানেতে
এই বাংলার মাঝে,
বলতে পারিনা মুখে ব্যথা
পবিত্র মুখে সাজে।


কেন বলে সাধারণ  আজ?
এ বাংলা নয় মোর,
অধিকার সব কেড়ে নিয়েছে
পাবো কি স্বাধীন ভোর।


ইচ্ছে,আশায় বাঁচে সাধারণ
বুকে বাঁধি কত স্বপ্ন?
পাবো কি ফিরে সেই সকাল?
করবো তারে যত্ন।