এ কেমন ফাঁদ
এম,এ,সালাম
৩০-১১-২১
_________________________
সৃষ্টির সেরা মানুষ কেন আজ
মানুষের জন্য পাতে ফাঁদ?
সকল মানুষ  এই ফাঁদ হইতে
কেন যাচ্ছে না আজ বাদ।


ডিজিটাল যুগের ধরণীতে আজ
কৌশলে হচ্ছে ঠকবাজি,
ওই পরিছন্ন পোশাকের অন্তরালে
মানুষ কেন হয় পাঁজি?


জিনের বাদশার কৌশলে পরে
বিকাশের মাধ্যমে টাকা,
লটারীর মাধ্যমে গাড়ি পেয়েছে
প্রতারক করেছে ফাঁকা।


আইন দিয়ে ফাইনের মাধ্যমে
মানুষ ভরেছে কত জেলে?
বিচারক সঠিক বিচার করে না
শুধু  চোখের জল ফেলে।


হায়! অসৎ পথে উপর্জন করে
সমাজে দাপটে করে বাস,
সৃষ্টির সেরা মাখলুকাত হয়ে
কেন করে ঘৃণার কাজ?


নীরোগী, সুস্থ্য সবল  মানুষের
মেধা করছে অপব্যবহার,
গরহীত কাজ করে মানুষেরা
জোগাচ্ছে ভাত কাপড়।