এ কেমন জ্বালা (১৮২০)
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
৩০-০৬-২০২২
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
সবার জ্বালা মেনে নেয়া যায়
পতির জ্বালা কেমনে মানি,
শ্বশুর শাশুড়ীর মতিতে গতি
জ্বালার উদয় এমনই জানি।


কথায় কথায় দোষ ধরিয়া যে
পতি,জায়াকে করে নির্যাতন,
তার সংসারে সুখের বাতাস
বহিবার যে নেই কোন কারণ।


শিক্ষার আলো নেই যার ঘটে
সে ভার্যার বিরুদ্ধে দুর্নাম রটে,
অপরাধী রুপে ভাবো ধনিকাকে
তুমি কেমন পরিণেতা বটে।


জায়া-পতির ভালোবাসায় জয়
লোক সমাজে দর্শিয়ে দেও,
অপরাধী করে সুশীল সমাজে
দয়িতার কাছে কি সুখ পাও।


মিল বন্ধনের এ ঘাটতি তবে
দেখুন উদঘাটন কোথা হতে?
জায়া-পতির  পিতা -মাতার
বে-সুরের ঘোষণা কেল্লাফতে।


পতির ঘটে শিক্ষা না থাকিলে
স্বামীর জ্বালার মাত্রা দ্বিগুণ,
পিতামাতার সাথে সুর মিলাইয়া
রাগে পত্নীর সাথে তেলেবেগুন।


ভর্তা ছাড়া কে আছে আপন?
জানুন,দয়িতার শ্বশুর বাড়ি,
কথায় কথায় সেই স্বামী যদি
আয়তির সাথে দেয় যে আড়ি।