এ কেমন অভাব (১৮০৪)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৫-০৬-২২
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻
সতত দুঃস্থের ঘরে দেয় উঁকি
রান্না হয় না ভাত,
কেন ধুঁকে ধুঁকে নিদ্রাহীনতায়?
ওদের কাটছে সারারাত।


ওদের দুমুঠো ভাতের জন্য
বাড়ছে পেটের জ্বালা,
দিনরাত্রি সব সময় সব খানে
ওরা পাচ্ছে অবহেলা।


দেখি গরীবের রক্ত শোষণ করে
জমিদারের বাড়ে ভুঁড়ি,
আজ গরীব কাঁদে পেটের ক্ষুধায়
তবুও কৌশলে করে চুরি।


রোজ মাছ মাংস শাকসবজি
নচেৎ কিংবা দূর্বাঘাস,
দুঃখ তাদের নিত্যদিনের সাথী
সঙ্গী থাকে বারোমাস।


কেন পায় না তারা আদর স্নেহ?
যতই  ভালো হোক স্বভাব,
জানিনা কবে দূর হবে তাদের
এই নিত্য দিনের অভাব?