এক দিনের কসাই(২১৯০ তম)
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
০১-০৭-২০২৩ ইং
=================
এক দিনের কসাই ছিলাম
সবাই ডাকে মাষ্টার,
আজ ছিল হাতে বডি দা
এতদিন ছিল ডাস্টার।


চামড়া ছিলতে গিয়ে আমি
ছুড়িতে করছি ফুটা,
আমি নাকি অভিজ্ঞ কসাই
চামড়া ছিলছি দুটা।


কসাইর ভুমিকায় থাকলেও
করি নাই কসাইর কাজ,
চা-পাটি নিয়ে কাজ করিতে
প্রথম লেগেছিল লাজ।


মড়ার উপর  বসইয়া যখন
হাড্ডি কাটতে থাকি,
সবাই বলছে জুম্মুন কসাই
আর কি আছে বাকি?


বছরে একবার কসাই সাজি
মিলে মিশে করি কাজ,
সবাই মিলে কাজ করিতে
নেই যে কোন লাজ।


ঈদুল আজহা ফিরে আসলে
কত যে কসাই পাই,
ঈদের আনন্দ ভাগাভাগি করি
মোরা যে দ্বীনের ভাই।