এক এতিমের কষ্ট (২০৫৪)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৭-০২-২০২৩
=================
মা হারালাম বাবা হারালাম
  হারালাম দুই পৃথিবী,
বাজান বলে ডাকত যারা
  তাদের নিয়ে ই ভাবি।


বাবা মায়ের স্নেহে বড় হয়েই
   এখন হারালাম দুই কূল,
বাজান বলে ডাকত যে জন
    দেখি আঁধার সমতুল।


যখন থাকি  দুজন একলা ঘরে
     কেহ নেয় না খবর আর,
গভীর রাতে ঘরে ফিরলেও তারা
    তারা ভাবে আমায় পর।
    
মা ছিল মোর নয়ন মনি বাবা
   ছিল যে বট বৃক্ষের ছায়া,
যখন মাথার ছায়া হারিয়ে গেল
    বুঝলাম কার কত মায়া।


হায়! আপন বলতে বুঝি এখন
    পিতা মাতা ছিল যেমন,
অনাহারে থাকলে ও আমার
   কেউ নেই না খবর তেমন।


বাবার শাসন মায়ের আদর যত্ন
      করতো যে তারা কত?
বাবার মায়ের অনুপস্থিতিতে ও
      মনে আঘাত দেখি শত।
  
বুকের কষ্টে ছাতি ফেটে যায়
    হারালাম মানিক রতন,
বোবার মত বুকে কষ্ট চাপানো
    ইহা বুঝে আমার মন।