এক কাদি কষ্ট
      এম,এ,সালাম
      ২৩-০১-১৮
মনের মাঝে কষ্ট আজ বাড়িয়ে দিলে-
  থামিয়ে দেয়ার কোন পন্থা নেই যে কাছ,   কিংকর্তাব্য হয়ে শুধু তাকিয়ে ছিলাম,
    মনের কোনে কষ্ট গুলি লুকিয়ে নিলাম।


কথার কি ছিলনা আজি মূল্য তোদেরকাছে?
   সেই কারনে  সময় গুলো  অবমূল্যায়নে   ফেলে দিলে আমা হতে অনেক দূরে।


ওরে তোরাও কি ভুলে গেলি সেই কথাগুলো    
     যে কথা বহু আগেই বলা ছিল,   মূল্যায়ন আর অবমূল্যায়ন আজ কোথায় গেল
   সবই আজ আটকে গেল মনের খেয়ালে।


    উচিৎ কি ছিলনা আজি শুভ সন্ধিক্ষনে-
         শত কষ্ট হলেও কথা মেনে চলি,
     হারিয়ে গেল ষোল বছরের স্মৃতি গুলো-
     এক নিমিশে কোথায় যে মিশে গেলে।


সত্যি কথা আজ চাপা পড়ল মনের খেয়ালে-
    গুরুর কথা মিলিয়ে গেল ধুলোর তলে।


    ঠিক বেঠিক কি ছিল যে তা ভুলে গেলি-
    যার কারনে আমা হতে অনেক দূরে চলে গেলি।