এক কনের কাহিনী (১৭৯৮)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৮--০৬-২২
=====================
আপন মনে যেতে হয় বাবার বাড়ি ছেড়ে
এই বিধানের লঙ্ঘন করে এমন আছে কেরে।
হাসিমুখে বিদায় নিয়ে যাবে স্বামীর বাড়ি
কেঁদে কেঁদে বুক বাসাবে সবে মা-বাবার বাড়ি।
মেয়ের মুখে কথা সরে না শুধু বুক ভরা ব্যাথা
অশ্রু ঝড়ায় দু,নয়নে বিদায় লগ্নের কথা।
কথা নেই মুখে তার এই  বিধানের ব্যথা পেয়ে
আলো মুখ মলিনের ছাঁপ অশ্রু ঝরে বেয়ে।
মেয়ের হাসি খুশি মুখ খানা দেখে বোঝা ভার
কত দুঃখ কষ্ট মনে ভিতর চাপা পড়ছে তার।
সব ফেলে একা হবে নতুন সাথী থাকবে কাছে
মা বাবা ভাইবোন পর হবে স্বামী থাকবে পাশে।
রাঙা ঠোঁটে নেই হাসি ঝিঁলিক চোখে আসে জল
বোবা বুঝি গেছে হয়ে  পরের ঘরে আঁখি ছল ছল।
যাবার বেলা পেয়ে মনে কত ব্যথা চুপ করে থাকে
ব্যথা ভরা দুঃখ নিয়ে ভেঙে যবে চৌচির হৃদ বাঁকে।
নতুন আলয়ে চুপ করে বসে বসে কত ছবি আঁকে
সব ছবি যায় মুছে নতুন আলোর প্রদীপ দেখে।