এক মামার গল্প
        এম এ সালাম
            ১৯/০৪/১৯


মামা তুমি যে আমার পড়ার সাথী,
মাধ্যমিক স্কুল জীবনের-
তোকে নিয়েই ভাবতাম সবাই,
কি যেন কি কর তুমি রে।


মামা তোর কলমের তীক্ষ্মতা -
আমি এখনো  অনুভব করি,
তোকে নিয়ে সমালোচনা করে,
সবাই বলিত সরি-সরি।


মামা তোর মুখের হাসি এত যে মধুর-
শুধু আনন্দ বিলিয়ে দিতি
তোর মিষ্টি হাসি কেড়ে নিত সব,
হৃদয়ের ভালবাসা থাকিত যদি।


মামা তুমি কখনো হাসতে মুখ বুঝিয়ে-
কখনো চোঁখ বুঝে উচ্চ রবে,
তোমার মুখের হাসিতে মুক্তা ঝড়িত,
সকলের মন নিতে তুমি কেড়ে।


মামা তোমার মত খোলা মনের মানুষ-
তখন-এখন  মিলানো বড় দায়,
তোমার সহজ সরল আলাপ চারিতায়,
ক্লাসের ছাত্র-ছাত্রীরা  মুগ্ধ হত সবাই।


মামা তোমার মুখের হাসি কেড়ে নিত-
সকলের বুকের ঝড়া সব,
তোর মুখের হাসিতে পাগল হত,
বিদ্যালয় সহ ক্লাসের মেয়েরা সব।


মামা তুমি যে আমার লক্ষী মামা-
তোমার দিক নির্দেশনায় আমি,
কাব্য লেখা চালিয়ে যাব বলে,
ধন্য সহ প্রতি শ্রুতি দিলাম আমি।


মামা তোমার লেখা কাব্য পড়ি-
আলো আঁধার আর মৌনমুখরতা,
পড়িলাম আমি এ-টু -যেটে,
তোমার লেখা সকল কবিতা।