এক পশলা শান্তি (২১৭০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৪-০৬-২০২৩ ইং
*******************
টাপুর টুপুর বৃষ্টি হচ্ছে
জ্যৈষ্ঠ মাসের শেষ,
এক নিমিশে ঠান্ডা হল
গায়ের গরম বেশ।


হাপ ছেড়ে সব গাছপালা
ওই শূন্যে উঁকি মারে,
পুরণ জ্বালা মিটায় সবে
স্বস্তির নিঃশ্বাস ছাড়ে।


শরীর ঠান্ডা লেগে এবার
শান্তির ঘুম আসছে,
মহান প্রভু তার সৃষ্টিকে
কি যে ভালো বাসছে।


আল্লাহ তায়ালা গরম দিয়ে
পরীক্ষা করে মোদের,
ঠান্ডা দিয়ে দেখিয়ে দেন
অনুভুতি ওই বোধের।


রোদ,বৃষ্টি আর ঠান্ডা-গরম
দেয়ার মালিক প্রভু,
শত কষ্ট হয় গো মোদের
ভুলিবো না যে কভু।