একাকীত্বের অনুভব(১৯২৩)
এম,এ,সালাম
০৯-১০-২০২২
===================
চুয়ান্ন বছর ঘর সংসার করে
একাকী অনুভব করি,
এতদিন ছিল আমার আমার
এখন দেখি সব পরই।


কত আদর সোহাগের স্ত্রীটা?
যেতে পারবে না সাথে,
এই কথাটি এখন যে আমার
ঘুরে সদা সর্বদা  মাথে।


ছেলে, বউমার আব্বু ডাকটা
কখন যে থেমে যায়?
সে চিন্তা ভাবনায় দিনাতিপাত
রাতে ঘুম নাহি আয়।


ভাবছি জমাজমি অট্টালিকা
এসব কিছু আমার না'রি,
চোখ বুঝিলে আমি একাকী
সব থাকবে ধরায় পড়ি।


এখন  যে আমি একাকীত্বের
সর্বদা অনুভবটা করি,
কোন যে পথে হাটলে সতত?
মন চায় সে পথটা ধরি।


আমার পকেটে  টাকা পয়সা
যখন কাড়ি কাড়ি ছিল,
ওই দুধের মাছির আগমন যে
চতুর পাশে অনেক  ছিল।