৭১ এর কিছু স্মৃতি
        এম,এ,সালাম
         ১৪-১২-১৭
থরে থরে কেপে উঠে মন মাঝে সেই মৃত্যুর-
   হায়নার আগুন ঝড়া বৃষ্টি বর্ষণ,
নির্মম নিষ্ঠুর থাবায় রূপশী নারীর দেহ মন
কুড়ে কুড়ে শকুনের দল করেছি ভক্ষন।


সেদিন বাংলার আকাশ গোলা বারুদের শব্দে-
    মুক্তির আকুতি নিয়ে চোঁখ ছিল রক্তঝড়া,
হায়নার দল উল্লাসে ফেটে পড়ে তখনি
      সুন্দরী নারীদের ভোগের নেশায়,
মেতেছিল এমনি যে ব্যঘ্রকে হার মানায়।


স্থির হয়ে নিস্তরের আশার দাঁড়িয়ে শিকর গেড়ে-
   যৌবনের নোংরা জলে অক্ষমতা প্রকাশে,
দিনের প্রজ্জলিত আলোয় বুভুক্ষু রাক্ষুসে শকুনেরা
বুকে-মুখে ছোবল মেরে বিশ্রী করে নব যৌবনকে,
লজ্জায় মাথানত করে মায়ের করুণ অশ্রুজ্বলে।


দূর্বল রমণীর মুক্তি নয় শুধুই ভোগের ব্যস্ততা-
  আজও সেই কম্পনে নিদ্রায় রাত কাটে মায়ের,
দু'চোঁখে ঝড়তে থাকে প্রবাহমান জলধারা,
   সেদিন হার মেনেছিল ওই আষাঢ়ের বৃষ্টিকেও।


কল্পনার আকাশে উদিত হয়েছিল উষার আলো-
অশনী সংকেত বারে বারে উকি দেয় মনের দূয়ারে
সেসিন মৃত্যু কফিনে ঝাপিয়ে পড়ে হায়নার দল
কুড়ে ও খুঁড়ে খাওয়া অমানবিক ধর্ষণের ফল।


পল্লী,প্রান্তরে, জলে স্থলে দেখেছি কত লাশ-
       কাক ও কুকুরের ক্ষুধার্ত থাবায়,
কত ছেলে হারা,পিতা হারা, স্বামী হারা ক্রন্দন,
   বিক্ষোপে ফেটে পড়ে বাংলা মায়ের আপামার  
                                                            জনগন।  
      
       (ছবিঃ কলেক্ট) অনেক ছবি ছিল দিলাম না।