একাত্তরের নেপথ্যে (১৯৯১)
এম,এ,সালাম ( সুর ও  ছন্দের  কবি)
১৬-১২-২০২২
🇧🇩°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°🇧🇩
ভালো লাগে না আর নিজেকে মানুষ বেশে
স্মৃতি বড় বেদনাদায়ক বিজয়ের মাসে,
নীল ফিতায় বাঁধা হলো হৃদ রঙে শোকাতুর
যেন-তেন বেঁচে থাকার নাম যে ভঙ্গুর।


ভরাদুপুরে পালায় কাটা ধান ছিল আঙ্গিনায়
এ হেমন্তে গৃহের স্বামী নিয়েছিল বিদায়,
অতি সকালে সেদিনের গাঁয়ে কুয়াশার ভোর
এসেছিল মুয়াজ্জিনের আজানের সুর।

এই পথ ধরে চেয়ে রওয়া কত কষ্ট  রহিমার
এখনো এলোনা যে প্রাণের স্বামী তার,
এবাড়িতে ওবাড়িতে চলছে বিজয়ের সুর
সেদিনের রহিমার স্বামী ছিল বহুতদুর।


সেদিনের একমুটো মাটির শপথ বিদগ্ধতায়
শুকিয়ে যাওয়া ফুলের বসন্তের খরতায়,
রহিমার স্বামী নয়  সেদিনের কুরবানির মেষ
হেমন্তের সেই জুটিটা এই বসন্তেই শেষ।

বিজয়ে হাজারো মায়ের কবরে নেপথ্যে কথা
বিজয়ের দিন থাকবে চিরন্তন স্বাধীনতা,
ঘুমান্ত জগত শুনেছে কানে দোয়েলের কন্ঠস্বর
স্বাধীনতা নিগুঢ় ক্রন্দন হারের হাড্ডিসার।


বিদ্রঃ-আমার মায়ের ব্যবহারিক পরিক্ষা ৮ বিষয় তাই একটু ব্যস্ত আছি,আশা কবি অনেকেই কবিতা পড়ে মন্তব্য দিবেন।