কষ্ট নিয়ে বিকেলের শেষ অবধি-
    দাঁড়িয়ে ছিলাম চিরচেনা পথে,
ইচ্ছে ছিলনা,মন  নাছর বান্দা
    শুধু চেয়ে আছি, তোমার জন্য।


অধির আগ্রহে অজানা পুলকিত মন-
    রঙ-বেরঙের স্বপ্ন আঁকে,
সেই অবধি অপেক্ষার পালা ভারী
    না দেখে মন বিষাদে পূর্ন।


একটু পড়েই হয়তো রক্তিম  সূর্যটা-
    হারিয়ে যাবে রাতের আলো,
বিষাদের ছাপ ভারী হচ্ছে হৃদয়ে
    গোধুলী আবছা অন্ধকারাচ্ছন্ন।


মনের কোণে অনুভুতির আলো-
    দিনের মত ঝলমলে জ্বলছে,
শুধু তোমাকে কাছে পাব বলে
   মনের সব যন্ত্রনা প্রকাশ করব।


চেয়ে আছি ওই চিরচেনা পথে-
    আগমনের কোন চিহ্ন অস্পট,
আশা হারিয়ে ঝড় নেমে আসে
    আলোকিত মনটি অন্ধকারে ভরপুর।


ক্লান্ত-শ্রান্ত মন প্রতিক্ষীত আঁখিদ্বয়-
  তখনও অপেক্ষার দুয়ারে দাঁড়িয়ে,
তোমায় দেখতে না পেয়ে অশ্রুধারা
  প্রবাহিত হল জলস্রোতের মত।