মাঘের রোদ্দুরে দোলনায় বসেছিলাম-
   সূর্যিমামা  উকি দিয়ে দেখেছিল,
দোলনায় দোলার আনন্দঘন মুহুর্ত
    অপেক্ষা করছিলাম আসবে বলে।


একা একা ভাল লাগেনা রমনার বটমূলে-
    তুমি আসবে হয়তো অপরাহ্নে,
অপেক্ষার পালা ক্রমশই ভারী হচ্ছে
     আর কত অপেক্ষা করতে হবে।


তুমি রাগ করেছো আগেবাগে জানাইনি বলে-
    ভুলতো হতেই পারে প্রিয়জনের,
তাই বলে এত্ত বড় সাজা দিওনা
    পারলে আস এবং দোলা দিয়ে যাও।


আমি জানি তুমি অনেক অনেক দূরে-
     তুমি আসতে পারবে না তবুও,
মন কিন্তু স্মরণ করছে তোমাকে
     অপেক্ষার পালা শেষ হবে কখন?


আমি জানি তুমি রাগ করেছো-
     কিন্তু করার কিছু ছিল না,
সোন রাগ করলে কাকে নিয়ে পথচলা
    জানি অভিমান কখনো স্থায়ী হবে না।


কথা দিলাম একদিন মাঘের রোদ্দুরে-
    তোমাকে নিয়ে এই দোলনায়,
দোলতে দোলতে হারিয়ে যাব
     কোন অজানা পথের ঠিকানায়।