একদিন শীতের রাত্রে (২০২৩)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৭-০১-২০২৩
🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺
সুদূর নীলাম্বরের নীল পারাবারে মোর
মথিত চিত্তকে করেছে প্রীত বহু ভোর।
সতত গগনে পথিক শিশিরের বিচারণ
অনন্য সুন্দর রুপে বিকশিত তৃপ্ত নয়ন।
শিশির বিন্দুর ছোঁয়ায় চরণ ভিজে তলে
সাদা পেঁজা ভিজা মেঘ মিশেনা ঔ দলে।
বাজাতে সুখ বসন্তগীত প্রস্তুত ওই মঞ্চ
দখিনা সমীরণে এই চিত্তে জাগে রোমাঞ্চ।
চেয়ে দেখো মেঘের মাঝে বিদ্যুতের ঝলকানি
সাগর তরে আলোক রশ্মি পূর্ণ করে তড়িৎখানি।
উরান্ত শিশির বিচারণ করে বাতাসের টানেটানে
পৃথিবীটা সাদা রঙে ভরে যায় ঝরাপাত গুঞ্জনে।
ধুলাকর রূপ ধারণ করে মাঘের রাত্রির ধরণী
দিগন্তের মাঠে শিশিরের আবারণ করে টানাটণি।
উদাসীন সব ফুলের বাগান গোপনে কানাকানি
কুয়াশা ভরা শীতার্ত ধরণী থরে থরে কাপে জানি।
টাপুর টুপুর ঝরছে শিশির পাতা পরছে খসে
খেজুর গাছে রসখিল দিয়ে হাড়ি ভরছে রসে।
শিশিধির বারি মেদিনীকে যবে দিল প্রথম চুম্বন
মিষ্টি সোঁদা গন্ধে ওঠে ভরে গেল সবার প্রাণমন।
উলঙ্গ তরুরাজি আলিঙ্গন করে বিধুর সমীরণে
সহসা জাগে প্রেমোন্মাদনা দুজনার নয়নে নয়নে।
সুখবর নিয়ে শিশির কনা ধায় যে বাতাসে ভেসে
বায়ুর ভেলায় শিশির ছুটছে গাছ গাছালির শাঁখে।