একের ভেতর সকল(২০২৫)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৯-০১-২০২৩
🍓🍅🌶🍇🍒🍌🍍🍊🍋🍒🍎
আম,জাম,পেয়ারা,পেপে
শরীরে জোগায় বল,
আনার,কমলা,কিনে আনবো
বাজারেতে সব চল।


কলা,লাউ,ঝিঙ্গে আর সিমে
শরীর থাকে যে ভালো,
মিষ্টি কুমড়া আর হলুদ ফলে
দেহে বাড়ায় আলো।


নদী সাগরের ইলিশ মাছের
স্বাদে ঘ্রানে সব পাগল,
নদীর মাছে আয়োডিন থাকে
গোস্তের রাজা ছাগল।


জুই,চামেলি,জবা,গোলাপে
সাজাই বাগানখানি,
বোয়াল,চিতল,শিং,মাগুরে
আমিষ-প্রধান জানি।


দোয়েল,শ্যামা,ময়না,টিয়া
মধুর সুরে গান গায়,
হাতি ঘোড়া বানর ভাল্লুকে
সার্কাসে বিনোদন দেয়।


শীতের পুঁই পালন,লাল শাক
শরীর রাখে তরুতাজা,
জলপাই,আমলকি টক বড়ই
পাঁচ ফোরং এ খুব মজা।