একজন ঘুষ গ্রহীতা (২০৭২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৭-০৩-২০২৩
=========================
অসম্ভবকে সম্ভব  করে ক্ষুদ্র ঘুষের দ্বারা
কর্ম জীবন খুঁজে দেখুন নেই যে ঘুষ ছাড়া।
কোন কাজে ঠেঁকলে কেহ বিমুখ করেন না
বাবু অনেক ভাল মানুষ ঘুষ যে ছাড়েন না।
দশ টাকা থেকে শুরু করে লাখে লাখে খায়
দেহ দিলেও মহাখুশী যদি সে নাচ গান গায়।
ঘুষের অভ্যাস করে ফেলছে ছাড়তে পারে না
ডিম,হাস,মুরগী গরু ছাগল কিছু ছাড়েন না।
মাঝে মাঝে ঘুষের জনা তালকে করেন তিল
সময় সুযোগ পেলে বাবু খায় যে রাজ্ঞা বিল।
গরীব হলে দোয়ার জনা মাথে দাওয়ায় পোছা
মক্কেল বাসায় আসলে দেওয়ায় যে ঘর মোছা।
এমনি ভাবে ঘুষ ছাড়া সাহেব কিছুই বুঝে না
তাকে কেউ ঘুষ দিলে ভাল মন্দ কিছু খুঁজে না।
হাস,মুরগি,কবুতরের বাচ্চা, ছাগল গরুও নেয়
শাক সবজি আর পিঠে পুলিতে বউ খুশী হয়।
ঘুষের খবর সারা দেশের মিডিয়ায় ছুয়ে গেছে
সে লজ্জা আর শরম খেয়ে মুখ লুকিয়ে নিছে।
ঘুষ দাতা আর ঘুষ গৃহীতা উভয় সমান অপরাধী
এই অপরাধের কঠিন শাস্তি হয় শেষ দিবসে যদি।