অভাবির ঘরে জন্ম খুশীর-
    বুকে ভীষণ কষ্ট,
বপুটা ভরে চায় যে খেতে
   হউক  যত বাশি, পঁচা, নষ্ট।


একটু ভালো চেখার জন্য -
     যায় সিকদার বাড়ি,
কথায় কথায় বিবি সাহেবা
     মারে শুধু ঝাডি ঝাড়ি।


পান থেকে চুন খসে পরে-
       মারে গায়ে ছ্যাঁকা,
ওদের দেখার কেউ নেই বন্ধু
     হায়! জীবন কাটে একা।


বাবা -মায়ের আদরের ধনকে
    একটু সুখের আশায়,
বুকে পাথর বেঁধে পাঠায়
   সাহেব বিবির বাসায়।


মনের মত কাজ না হইলে-
   বিবি সাহের করে বাড়াবাড়ি,
হাতের কাছে পাকের খুন্তি দিয়া
     ছ্যাকা দেয় তাড়াতাড়ি।
    
ভোরের পাখি জাগার আগে-
      খুশী জেগে উঠে,
মুখ বুঁজেই সব সয়ে যায়
     যদি জীবনে ফুল ফুটে।


একটু সুখের লাগিয়া খুশীর-
      এতটুকু বাড়াবাড়ি,
কেমন করে তার জীবনটাকে
      উজ্জ্বল করিবে তাড়াতাড়ি।