একটু ফিরে দেখো (২৪৩৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৯-০৩-২০২৪ ইং
====================
একটু ফিরে দেখো সুজন
কিরুপ ছিলে তুমি?
এখন না হয় উড়ছোকাশে
চাঁদের সুখের ভুমি।


শূন্য ছিলে ধাপে ধাপে যে
চাঁদের স্বপ্ন দেখছো,
পথের মাঝে সুখের নেশায়
কাহার ছবি আঁকছো?


তুমি ইতিবাচক স্বপ্নের ঘোরে
পিছন ভুলে গেলে কেন?
চাঁদে উঠার ওই সুখ সিরিটা
ধুমরে মুচড়ে দিলে যেন।


সুজন,নগদ সুখ, সুখ নয়'তো
পরবর্তী সুখ দীর্ঘস্থায়ী,
সেই সুখের আশায় দিবানিশি
পাড়,হও মনোপরিশ্রমী।


তুমি ছিঁড়া গোলাপের ঘ্রান নিয়ে
সুখের নেশায় মহামত্ত,
কাঁটার আঘাতে কে ভুগিতেছে?
ভাবছো সে কথা নয় সত্য।


যার জন্য তুমি চাঁদের দেশেতে
আগমনের সুযোগ পেলে,
কি অপরাধে কি কারণে তুমি
সে সমীকরণ ভুলে গেলে?