একুশ তোমায় কেমনে ভুলি
        এম, এ,সালাম
          ২১-০২-২০


রক্তের দামে কিনেছি মাগো-
    তোমার মুখের কথা,
সালাম,বরকত,রফিক,শফিক
     রক্ত দিয়েছে তথা।


রক্তের চেয়েও দামি ছিল যে-
    বাংলা ভাষার মান,
তাই তো ওরা বিলিয়ে দিয়েছে
    ওদের তাজাপ্রাণ।


তোমার মুখের কথা মাগো-
     কেমনে ভুলিতে পারি,
তোর কারণেই ওরা হল যে
     বীর, বীরাঙ্গনা নারী।


মাগো,স্বাধীনতার বীজ বুনেছি-
     শুধু তোমার জন্য,
রক্তের দামে  একুশ পেয়ে
     মাগো,বিশ্বসভায় ধন্য।


ভাই হারাইছি,বোন হারাইছি-
    হারাই নি তোমার কথা,
রক্তের দামে  নাম লিখাইছি
   স্বর্ণাক্ষরে বাংলা ভাষার কথা।