এসো জ্ঞান শিখি (১৮১১)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২১-০৬-২০২২
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
কবিতা পড়ার অভ্যাসটা
আগের মত নাই,
প্রতি কবিতা পাঠ করিলে
কিছু জানতে পাই।


জ্ঞানী গুণীর কবিতাবলি
বহু সঞ্জীবনী সুধা,
কবিতা পাঠে অভ্যাস করিল
মিটে মনের ক্ষুধা।


জন্ম নিয়েই এই ধরাতে
মায়ের ছড়া শেখা
শুরুতে পাই বর্ণমালা
সতত স্বরবর্ণ লেখা।


তারপর শুরু বাকি জীবন
পুস্তক  নিয়েই খেলা,
জানতে হলে পড়বো সবাই
শিখবো সারা বেলা।


দেখুন দিগ্বিজয়ী মনীষীগণ
শেখা জানার জন্যে,
কতো কষ্টে  রেখে গেছেন
লিপিবদ্ধ করে ধন্য।


যারা ভূমন্ডলে ক্ষণজন্মা
তারা কতো মহৎপ্রাণ,
কালি কলমের আঁচড় দিয়ে
ছড়িয়েছেন সু-ঘ্রাণ।