এসো হে প্রিয়তমা (২২৩৭ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২০-০৮-২০২৩ ইং
***********************
বাদাম হাতে খুটতে খুটতে
তুমি আসো একাই ঘুরতে
যেতাম অনেক দূরে,
খেতে খেতে পাশাপাশি যেতে
শ্যামল গাঁয়ে মনটা মেতে
তোমার গানের সুরে।


খালের পাড়ে নজর কাড়ে
রশিদ মাঝির ব্যস্ত দাঁড়ে
খেয়া পাড়ের তাড়া,
খালের পাড়ে চলছে খেলা
মেঘের ফাঁকে যাচ্ছে বেলা
পাড়ে দিতাম ভাড়া।


আড়াল করে আপন মনে
যাই হারিয়ে হোগল বনে
ফিরি সাঁঝের বেলা,
আমায় দেখে বকছে মায়ে
চুপটি করে ধরছি পায়ে,
দিচ্ছে মাথায় ঠেলা।


অতীত কালের সেই স্মৃতি
মনের কোণে জাগছে রিতি
ছুটছি পাগল বেশে,
রাখতে বাসা মুচকি হাসা
প্রেমের ফাঁদে একটু ফাসা
সাধে সঙ্গীর বেশে।