এই কি স্বাধীন দেশ? (২৩৬৮ তম)
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
২৯-১২-২০২৩ ইং
******--------*********---------*
স্বাধীন দেশে কর্ম করে খাওয়া যদি না যায়
তারে কি স্বাধীন দেশ বলার আছে উপয়?
আগের মত স্বাধীন দেশ এখন আর যে নাই
স্বাধীন ভাবে মতামতের সুযোগ যদি না পাই।
স্বাধীন ভাবে চলতে গেলে যদি গো পাই বাঁধা
স্বাধীন কথা খাতা কলমে শুধু গোলক ধাঁধাঁ।
নিজ গাড়িতে চলতে গেলে যদিগো পাই বাঁধা
অটো থামিয়ে বাসে উঠায় ক্ষমতা দেয় দাদা।
যার যার মত চলবে রোড়ে তাতে অন্যের কি?
সুবিধাবাদিরা ঢালে শুধু পানতা ভাতে  ঘি।
বরগুনাতে স্বাধীন শব্দ এখন কি আর আছে?
অটো উপর নিষেধাজ্ঞা বাস মালিক দিয়েছে।
বড় নেতারা কথা বলে না,বলে বাসের পক্ষে
অটো, মাহেন্দ্র হুন্ডা না হলে রোগীর নাই রক্ষে।
পেটের দায়ে অনেক যুবক চালায় অটোগাড়ি
মালিক সমিতি অটোর উপর দেয় এখন আড়ি।
স্বাধীন দেশে গাড়ি চালিয়ে খাওয়া যদি না যায়
তাহলে কি বরগুনাকে স্বাধীন এলাকা বলা যায়।
নিশানবাড়িয়া রোডে চলে অটোগাড়ি নির্যাতন
বুঝে আসে না গরীবের পেটে লাথি মারার কারণ।