ফাগুন বুঝি এলো রে
  এম,এ,সালাম
    ১৪-০২-২১
-------------------
হঠাৎ করে নাচন দিয়া
বাতাসে ভাসিছে হিয়া,
মন আমার আনন্দে মাত
ফাগুনের রঙ  দিয়া।


সমীরণ যে ধায় দখিনা
সুর ছন্দে জাগায় বীণা,
ফুলে ফুলে সাজ ধরেছ
ধরনী আজ কত নবীনা।


বন বাদরে ফোটে কলি
দল বেঁধে আসে অলি,
ফাগুনের রঙ লেগেছে
পলাশ বনে পুঞ্জকলি।


ফাগুনে ঢেলে সেজেছে
কোকিলের গানে গানে,
ফুল তোলা ওই মালিদের
ভালবাসার  অভিমানে।


ফাগুনের রঙ লেগেছে
লাল টিপ কাকণ চূরে,
অন্তহীন আর্তনাদ যে
তোমার না থাকা জুড়ে।