ফাগুন এসেছে  (২৪১৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৭-০২-২০২৪ ইং
==================
দক্ষিন হাওয়ায় দিনটা নতুন
    আসছে উষ্ণ ফাগুন,
শিমুল ও মেহগনি গাছেতে
  লাগছে বোধহয় আগুন।


নতুন দিনের ভোর বেলাতে
   শিশির বিন্দু টলমল,
পাখ পাখালি উলাঙ্গ শাখে
   নাচে রোদে ঝলমল।


দখিনা সমীরণের আলতো
ছোঁয়ায় রবিশস্য নাচে,
ঘুঘু,শালিক,কালো কোকিল
নাচে শিমুলের গাছে।


কালি কড়ইয়ে কাক কাকিনি
বাসা বাধায় অভিমান,
আম কাঠালের মুকুল মুচির
ওই ঘ্রানে জুড়ায় প্রাণ।


মাঠে সর্ষে ক্ষেতে মৌ মাছিরা
সারাদিন মধুর সন্ধানে,
গাছের শাঁখে কুড়ি আহবানে
ফুল কলি ফুটে বাগানে।


ফাগুন শুরু  শীতের সমাপ্তি
সকল জীব দেহে স্বস্তি,
প্রজাপতি আর মৌমাছির দল
ফুল কলিতে মাস্তামাস্তি।