ফাঁকাআওয়াজ (২২৭২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৪-০৯-২৩ ইং
==================
ঠাস ঠাস করে দরজার শব্দ
ভাংচুর করে বাইরে,
গেটের মধ্যে ডুকে পরে যদি
কোথায় ছুটে যাইরে?


হরতালের নেই,গাড়ি পোড়ায়
আলটিমেটাম একমাস,
টেনে হেচরে নামাতে পারলে
কেন মনের মত চাস?


ছোটমুখে বড় বড় আওয়াজ
কত শুনছি তর্কের সুরে?
রাম কলের মধ্যে পা ডুকালে
আশ্বাসের সুর যায় ঘুরে।


পিটার ডিহাসের আশ্বাস বানী
ওরা শুনলে শান্তি পায়,
নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য
ফাঁকাআওয়াজ গান গায়।


ইট মারলে পাটকেল খেতে হয়
শতকরার হিসেব জেনে,
নরেন্দ্র বাবুর এই কথা শুনিয়া
কেমনে হিসেব নিবে মেনে।


সেলফি দেখে ভয়পায় যাহারা
তাদের সাহসটা কত বড়?
ফাঁকাআওয়াজ বুলি তারা দেয়
মনটা সাহসহীনে জড়সড়।