ফাঁকি (২২৬৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২১-০৯-২০২৩ ইং
===================
যার যার থেকে ফাঁকি খুঁজছে
তার দায়িত্ব থেকে,
শিক্ষিত লোক ফাঁকি খুঁজলে
তার থেকে কি শিখে?


নিজের সাময়িক স্বার্থের জন্য
যদি আপনি ফাঁকি দেন,
ফাঁকির জন্য আপনি সমাজে
দেশে কি প্রতিদান চান?


শিক্ষক যদি তার ক্লাস কর্মে
ফাঁকি দিয়ে সে আসে,
ওই ফাঁকির জবাব একদিন
দিবে আল্লাহর কাছে।


আপনার কাছে প্রশ্ন করেন
আপনি কি কাজ করেন?
যে দায়িত্বটা আপনার ছিলো
সেটা কি পালন করেন?


কুলি মজুর থেকে বড়কর্তারা
সবাই একটু ভেবে দেখুন,
আপনার দায়িত্ব সঠিক ভাবে
কতটুকু পালন করুন।