তালপাতায় অক্ষর লিখে-
    লিখার শুরু করি,
সুলেখা কালি দোয়াতে গুলে
   নল খাগড়ার কলম ধরি।


বাবায় দিত অক্ষর লিখে-
    সুলেখা কালিতে ঘুরাতাম,
উচ্চারণের ছন্দে ছন্দে
    লিখার অভ্যাশ করিতাম।


তালপাতার পর পাথর সিলেটে-
    পেন্সিলে লিখাপড়া করি,
অক্ষরের উপর পেন্সিল ঘুরিয়ে
     শিখাত হাতে হাত ধরি।


পরীক্ষা দিতাম বাঁশের কাগজে-
     ফাউনন্টেন পেন দিয়ে,
দোয়াত থেকে কালি ভরিতাম
     রাবারের ড্রপার দিয়ে।


ফাইভে যখন পড়ি আমি-
     কিনে দিল উইন্সান পেন,
সচারাচার ব্যবহার করিতাম
    কালিভর্তি ফাউনন্টেন পেন।


কলম দেখে মনে পড়ল-
     ছোট্ট বেলার কথা,
এখন আর ব্যবহার হয় না
    ফাউনন্টেন পেন যথা।


সেই দিন আর এই দিনের মাঝে-
     তফাৎ দিন আর রাত,
সুলেখা কালির কলমের দ্বারা
     এখন লিখে না আর বাত।