ফেইজবুক সমাচার (২২৩০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৩-০৮-২০২৩ ইং
*************************
প্রতিদিন নানা সংবাদ থাকে
ফেইজবুকের পাতা ভরা,
কিছু সংবাদ সামনে আসে না
কিছু সংবাদ হয় না পড়া।


প্রত্যান্ত অঞ্চলের পল্লীগাঁয়ের
কিছু খবর হয় না ছাপা,
অসচেতন ও যোগাযোগ বিনে
জরুরী খবর থাকে চাপা।


প্রতিদিন কত নতুন সংবাদ?
ফেইজবুকে যায় দেখা,
প্রেম ঘটিত কলহের জেরে
আত্মহনন খবর লেখা।


কোন সংবাদ গরম গরম তাজা?
যৌতুকে খাচ্ছে স্বামীর মার,
শ্বশুর শাশুড়ীর সংসার জ্বালায়
আদরের বউকে দিচ্ছে ছাড়।


কেউ ভালোবেসে প্রেমের কারণেও
মেয়ে ছেলের বাড়িতে অনশনে,
বিয়ে দাবী মেনে নিতে হবে বলে
নচেৎ পিসবে আইনের যাতাকলে।


কিছু সংবাদ পাঠে খারাপ লাগে
ফ্রেস মনকে করে ভার,
কেউ গাড়ি এক্সিডেন্টে মৃত্যু হয়
জ্যামে রাস্তা হতে পার।


আন্দোলনের নামে ইট পাটকেল
মারে প্রধান বিরোধী দলে,
এমন খবর রোজ ফেইজবুকে
টিভিতে ফলোয়াপ করে  বলে।


অহরহ কত বাজে খবর দেখে
অবাক চোখে দেখি,
ঈদের দিনে খুশির আমাজে কত
কাঁদে আত্মীয়দের আঁখি।


অসভ্যপনার কিছু সংবাদ হয়তো
লিখবো সবার লিখার নিচে,
খারাপ কাজের যোগান দিতে গো
শয়তান লেগে থাকে পিছে।


সতের বছরের কলেজ স্টুডেন্ট
পয়তাল্লিশ ম্যাডামের স্বামী,
এই ধরনের কুরুচিপূর্ণ খারাপি
কাজে হয় বেহায়া নষ্টামি।


চল্লিশ বছরের কলেজ শিক্ষিকা
এখন কচি খোকার বউ,
ছেলের বয়স সতেরোতে ছুঁই ছুঁই
তার মত স্বাদ নেই কেউ।


বেহায়া চল্লিশা নারীর মনে কত
বড় শয়তানি ঢেউ খেলে?
কৌশল করে স্বামী সন্তান ফেলে
খোকাকে স্বামী করে ফেলে।


স্বামীর ভাতিজা ষোল বছরের
মত্ত চল্লিশ বছরের চাচী,
স্বামী রেখে যদি পালাতে পারে
প্রেমের যন্ত্রণা হতে বাঁচি।


রমনীর সাথে নারীর প্রেম সাদী
এ এক আজব সমাচার,
এই ধরনের অপকর্মের কারণে
আজ ভাংগে সুখের ঘর।


বিদ্রঃ- এ রকম আরো কত যে ঘটে পরে সময় পেলে লিখবো।