ফেব্রুয়ারীর শেষ দিন
       এম,এ,সালাম
        ২৮-০২-২১
---------------------------
ফোর্টি সেভেন বিভাজন
হিন্দু মুসলমান,
জাতি ভেদে ভাগ হয়েছিল
ভারত পাকিস্তান।


নয়া অধ্যায় জারি করে
রাষ্ট্রের কলকাঠি,
ধর্ম নিয়ে কত বাড়াবাড়ি
বাংলার পিঠে লাঠি।


উর্দুকে ঘিরে ভুলের বানী
বাঙ্গালীরা কোনঠাসা,
শিকল পড়াবে দুই পায়েতে
ভূলুন্ঠিত মায়ের ভাষা।


এই যদি হয় মুক্ত মতামত
কেড়ে নেবে ওরা সব,
চাকুরী ব্যবস্যা সব হারিয়ে
খেতে হবে ছাতু যব।


পত্রিকা জুড়ে প্রকাশ হলো
বাংলাকে বাদ দিয়ে,
কোন আলোচন হতে পারে না
বাঙ্গালীকে সাথে নিয়ে।


জিন্নাহ সাহেব ক' দিন পর
রেসকোর্স ময়দানে,
জানায় রাষ্ট্র ভাষা উর্দুই হবে
প্রস্তাব তুলে আনে।


বিতর্ক ভেঁঙ্গে জাতিগত তেজ
মাথা চাড়া দিয়ে ওঠে,
পাক সেনাদের বুলেটের গুলি
বাঙ্গালীর দিকে ছোটে।


পিচঢালা পথ রক্তের দাগ
রঞ্জিত লালে লাল,
আহত লোকের আর্তনাদে
চারিদিকে কোলাহল ।


পিছু হটে,নি রফিক শফিক
সালাম বরকত যেন,
যাদের কারনে ভাষা পেয়েছি
তাদের ভাল রাখে যেন।


সারা বাংলা শোকের মাতাম
নীল আকাশ দুঃখে ভারী,
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো
মহান একুশে ফেব্রুয়ারী।