ফিরে দেখো নেক নজরে(১৮৩৯)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৬-০৭-২০২২
______________
ঈদের পরে গরীবের ঘরে
গোস্ত নিয়ে জলদি করে,
দেখুন!পৌছে দিবে যারা
মানব সেবা করবে যেবা
প্রভু ছাড়া আছেন কেবা
মানব সেবক হবে তারা।


দুঃখির প্রেমে যেবা নেমে
কেহ না যেন সেবায় থেমে,
সে সতত শান্তি পাবে মনে
দুঃস্তের দুঃখে খাবার মুখে
দোয়া করবে থাকবে সুখে
গরীব দুঃস্থ দুঃখী জনে।


কখন কেবা ফিরবে সবে
অফিস কিম্ভা কর্ম জবে,
ধনী দেখো খেয়াল করে,
রাস্তা ঘাটে বাজার হাটে
ক্ষুধার চোটে সময় কাটে
থাকে ঘরের কোণে পরে।


তোমার দানে মনের টানে
বাঁচবে ওরা আহার পানে,
পারলে একটু দেখো ফিরে
ভালোবাসায় কাঁদা হাসায়
থাকবে সুখে পাড়ে আশায়
ওই দুঃখী মেহনতী ঘিরে।