গাঁয়ের লোককে বলছি
    এম এ সালাম
     ১০-০১-২০


গাঁয়ের লোককে সবিনয় বলছি-
    তোমরা বলে দাও ওদের,
কাহারো প্রতি যেন যুলুম না করে
    এমন কি আমার প্রতিও নয়।


ওরা যুলুম করতে করতে-
    অতিষ্ঠ করেছে অনেককে,
তারা ধৈর্য ধরে মরণ কামরিয়ে
    সব সহ্য করেছে একের পর এক।


সচেতন বলে সব দর্শিয়ে যাচ্ছে-
   প্রতিবাদ করনা ওদের,
ভয় কর বিধায় গাঁ ঢাকা দিও না
   ওরা শকুন নখরে আঁছড়ে খায়।


এমন একদিন আসবে যেদিন-
    তোমরাও রেহাই পাবে না,
সেদিন নির্যাতিতার কথাগুলো
    আপসুস করে মাথা ঠুকবে।


সেদিন অসহয়ের দলেরা ও আমি-
    আত্মচিৎকারে হাসবো, বলবো
কোথায় তোদের সহযোদ্ধারা?
    সব ঘুমিয়ে পড়ছে কালোঘুমে।


সেদিন বেশী দূরে নয় ওইতো-
    অন্ধাকার কেটে পূর্বের আলোটা,
জ্বলজ্বল করে জ্বেলে উঠবে
    আর তোরা লজ্জায় মুখ লুকাবি।