গাঁয়ের নেতা (১৮৯৯)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৫-০৯-২০২২
====================
বাল্যকাল থেকে দেখে এসেছি
খেতে পেতো না ভাত,
এখন নাকি তিনি গাঁয়ের  নেতা
কাজে নাকি বাজিমাত।


পচাত্তরে তাদের কিছু ছিল না
কর্মহীন থাকতো বসে,
পরবর্তীতে অনেক টাকা দেখি
জীবন চলে বসে রসে।


দামি পোশাকে চলন বলন
হুন্ডায় চড়ে ঘুরছে,
গরীবের টাকা নেক ছুরাতে  
হাতে পকেট মারছে।


জোর দেখিয়ে কোন রকমে
পেলো ক্ষমতার পদ,
যোগ্যতা আছে শিশু বুদ্ধিতে
খাচ্ছে  গাঁজা মদ।


বয়স্ক ভাতা আর বিধবাভাতার
টাকা নিয়ে ছিনিমিনি,
বিশ্বস্থ লোকে গোপন খবর যে
সবারে করছে জানাজানি।


চেহারা দেখে অসুখী মনে হয়
অন্তরে তার শান্তি নেই,
পরিবারের মধ্যে মনোমালিন্য
আগের মত যেই সেই।


সু-নয়নে জনগনেরে দেখছে
কৌশলে করে টাকা চুরি,
গরীব অসহায়দের টাকা খেয়ে
বেশ বড় করেছে ভুঁড়ি।