হিন্দুমতে দাক্ষায়নী,শৈলসুতা,দূর্গা-
  দশভুজা,ঈশ্বরী,মহাবিদা কারা,
জানতে ইচ্ছে কবিতার ভাষায়, বলবেন
   হিন্দু ধর্মে জ্ঞানী আছেন যারা।


দশ মহাবিদের মাতঙ্গী যার নাম-
ধরার মাঝে কি ছিল তার সুনাম?
ত্রিশক্তি,অক্টোবৈরব,নবদূর্গার পদচারণে
মর্তধামে নবউদ্যামে কেন সনাতনী জানে।


কলাবৌ, লক্ষীপূজাঁ, কালিপূঁজা দ্বারা
কেন দেব অলক্ষী বিদায় লগ্ন তারা?
দেবীর আগমন যদি না হয় সুখকর-
কেন মঙ্গল,মোক্ষদা,জয়ন্তীর মনে দুঃখের ঝড়?



বিদ্রঃ-কবিতার কথা,ভাষা,প্রশ্ন ভুল হলে   ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বুঝিয়ে লিখবেন।