গিরগিটি
  এম,এ,সালাম
    ০৪-০৪-২১
---------------------------
সমাজের গিরগিটি বড়ই বিষক্ত
সমাজ বিশৃঙ্খলায় পাকাপোক্ত।
অন্তরালে কাজ করে বাধায় দ্বন্দ্ব
মানে না গিরগিটি সে ভাল-মন্দ।
ঘাঁ লাগায় বন্ধু ভেবে হৃদয়ে ডুকে
যাকে ছোবল মারে সে মাথা ঠুকে।
গিরগিটি পারদর্শী মহা বুদ্ধিমান
মাঝে মাঝে করে  মান অভিমান।
ধরনা ধরিতে হয় তার কাছে কার
মিথ্যা পুঁজি করে স্বার্থ আছে যার।
গিরগিটি যতই পারদর্শী হোক না
সমাজ চিনে তারে চেয়ে  দেখ না।
ইতস্তত করে শেষে বুদ্ধি খায় ধরা
পারদর্শী গিরগিটি হয় দিশেহারা।