গোলাপি ঠোঁট
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৮-০২-২০২২
====================
আজ খোলা রেখো না প্রিয়া তোমার
গোলাপি ঠোঁটে লাগানো পাপড়ি,
বর্নহীন বাতাসের ঢেউয়ে ছুঁইছে
মনের চিকন কালো ঝুপড়ী।
মনের আকাশ আজ বে-হিসেবি
নিষ্ঠুর ছলনায় আচ্ছন্ন দেহ,
নীলিমার দুয়ারে মিলছে ধিক্কার
অভাবের তাড়নায় ভীরে না কেহ।
মনের আকাশে হেমন্তের রঙ লেগেছে
কৃষ্ণচূড়ার শাখে রাঙা ফুল,
আজ ঠোঁটে লাগানো ঠোঁট পালিসে
প্রিয়তমার মন নেচে গেয়ে ব্যকুল।
তোমার মায়াবী রুপের অহমিকায়
হেসেছিল কামনার যুগল আঁখি,
বেনী করা খোপায় লাল গোলাপ দেখে
হিয়াকে কেমনে আটকে রাখি।
অভিশপ্ত বাগিচায় দাড়িয়ে আনমনে
কেঁদেছে মন বিরক্তির অপঘাতে,
জীবিত দেহের কফিন ছুঁয়ে যাই
না পাওয়ার বেদনায় আঁখি অশ্রুপাতে।
মনে কষ্ট বিরাজ করলেও এ বসন্তে
বিদায় জানাবার সাধ্য ছিল না,
অসময়ে আঁচল দিয়ে মুখ লুকিয়ে
আমার জন্য আর কাঁদিও না।
পরন্ত বিকেলে তল্লাটে লেগেছে আগুন
ভালোবাসার প্রিয়ার হিয়ার মাঝে,
লাল বেনারসি শাড়ি,মেহেদী রাঙা হাতে
যাও বসন্তে নতুন রুপে সেজে।
অসাবধানি ঈঙ্গিতে বলেছিল তাকে
আজ হাসিমুখে বিদায় দিলাম তোরে,
কান্নার আড়ালে অবলোকন করেছি
গোলাপি ঠোঁটের পাপড়ি ঝড়ে।