গোল গুডির খেলা(১৯৯৫)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২০-১২-২০২২
=======================
গোল গুডির খেলা চলছে সারা বিশ্বভুমে জুড়ে
খেলার আনন্দ উপভোগে মন যায় পুড়ে পুড়ে।
কেহ বলে আর্জেন্টিনা কেহ বলে আবার ফ্রান্স
বাংলাদেশে দেখে খেলা ঘরে বাইরে রোড ব্রাঞ্জ।
দলে দলে ভাগ হয়ে উৎসবের মাতামে আত্মহারা
কেহ আবার দলের জয় পরাজয়ে চিন্তায় মনমরা।
অনেক খেলামুদিরা রাত্রে খিচুরী বিরিয়ানি খাচ্ছে
অনেকে আবার জয়ের নেশায় ঢাকডোল বাজাচ্ছে।
প্রিয় দলের পোশাক পরে নিজেকে ভাবে পরিপাটি
কেহ বলে সোনার বাংলাদেশে আর্জেন্টিনার ঘাটি।
বনোভোজন চলছে দলে প্রতিযোগিতা করে করে
প্রত্যেক দলের পক্ষে সাপোর্ট দেখা যায় ঘরে ঘরে।
পছন্দের দলে পক্ষে আবার কেহ মরিয়া লেগে যায়।
বিশ্বকাপ  কেমন চলছে বাংলায় সবখানে দেখা যায়।
সাপোর্ট নিয়ে মারামারি কোথাও খুন জখম চলছে
চায়ের দোকানে আকাশের পর্দায় চায়ের টানে বলছে।
কেহর মায় করে বকাবকি তুই এখনো ঘুমাওনা কেন?
আজকে নাকি ফ্রাস জিতবে টিয়াপাখি বলছে জানো।