ঘোড়ার ডিমের গল্প (২২৮৫ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৭-১০-২০২৩ ইং
🏉🏉🏉🏉🏉🏉🏉🏉🏉🏉
গাঁধার সামনে মূলা ঝুলায়ে
রাখলো কয়েক মাস,
অবশেষে শিক্ষকেরা পেলো
ঔ আইক্কা আলা বাঁশ।


কেহ বলে আবার পাইছি মোরা
বড় সাদা সাইজের মুলা,
রাগ আর ক্ষোভে অনেকে বলে
পাইছি ফুয়ের আগার তুলা।


রাগে গোশ্বায় কেহ বলে আবার
পাইছি মুখের বড় স্কীম,
কেহ বলে আবার পাইছি দিবসে
বড় একটা ঘোড়ার ডিম।


আমলা সহ কত শিক্ষক নেতারা
কত আশ্বাসের বানি শুনায়?
এখন দেখছি সব আমলা নেতারা
বাসায় নাকে তেল দিয়ে ঘুমায়।


শিক্ষকের বুকে কত স্বপ্ন জেগেছে?
পাঁচ তারিখ কিছু হয়তো পাবে,
সব স্বপ্ন খোয়াব জোয়ারে ভেসেছে
এখন লজ্জা শরমে কোথায় যাবে?


বিদ্রঃ-শিক্ষকদের  লজ্জা শরম ও ক্ষোভের বহিঃপ্রকাশ।