ঘরে ঘরে দ্বন্ধ (২৩৫২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৩-১২-২০২৩ ইং
==============
ঘরে ঘরে দ্বন্ধ বাড়ছে
সম্পর্ক হচ্ছে ছিন্ন,
একই দলের বৈরীভাবে
মতামত হচ্ছে ভিন্ন।
এ নীতির প্রভাবে দলে
বাড়ছে হিংসা বিদ্বেষ,
নেতার কুনজরে পরলে
ছাড়তে হবে যে দেশ।
ভাইয়ে ভাইয়ে দু,প্রার্থীর
প্রশংসা করেই চলছে,
একই দলের দু'ভাইয়ের
দোষ ভিন্ন ভিন্ন বলছে।
একই গাছের ফুল হয়েই
বলে আমার ঘ্রাণ ভালো,
একই কৌটার ভরি খায়
কিন্তুঅনুপান ভিন্ন বলো।
মূলদল আর স্বতান্ত্র কারা
সবই একই কৌটার ভরি,
মূল দল ছেড়ে কেমন করে
স্বতান্ত্রের সমার্থন করি।
কর্মীরা যে বিপদে পড়ছে
কার জন্য চাইবে ভোট,
যেখানে সেখানে বলিতেছে
দোষ মুখে পাতলা ঠোঁট।