গড়মিল
এম,এ,সালান
  ১৩-০৯-২১
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
জীবন ভর অঙ্ক কষিলাম
   ছোট্ট সংসার নিয়ে,
যোগ বিয়োগে মিলছে না যে
    মিলাবো ভাগ দিয়ে।
ছেলে বলে আমার আমার
   মেয়ে বলে পিতামাতা,
বউ বলে ওই স্বামীর কাছে
  জামাই শোনে স্ত্রীর কথা।
দু'য়ে-দু'য়ে গুন করে  দেখি
   হয় চার ছাড়া যে ভিন্ন,
হিসাবে যে হয় কেন গড়মিল?
  নাকি সুত্রে মনোমালিন্য।
মাতা কাঁদে যে ছেলের জন্য
    পিতা মেয়ের জন্য,
অধিকার আর দায়িত্ব কর্তব্য
    একই রক্তের হয় ভিন্ন।
সুন্দর সংসার করতে করতে
   দাঁড়ি চুল পেকে সাদা,
উপর তলায় ছেলেবউ নাচে
    দেখায় কত যে ধাঁধা।
তাইতো বলছি শেষ বয়সে
  মিলছে না জীবন খাতা
গড়মিল যে বে-হিসাবে হয়
   বিশেষজ্ঞ বলছে যথা।