গুরুর হাতের মার
     এম এ সালাম
      ৩০-১০-১৯


গুরুর হাতের মার খেয়ে-
   আজ সবার প্রিয় পাত্র,
অস্টম শ্রেনীর ছাত্র হলেও
    সবাই  বলে মামা ডাকত।


বৃত্তি পরীক্ষার টেস্ট দিলাম-
    গনিতের খাতায় করি ভুল,
ত্রিভুজ লিখতে ভুল করিলে
    চোঁখে ফুটে সরষে ফুল।


হেডস্যারে সেদিন খাতা নিয়ে-
    ভুলের খতিয়ান দেখায়,
জোড়াবেতের পঞ্চাশ পিটান
     ভালোর জন্য সাশায়।


সেদিন গুরুর মারে জ্বর উঠিল-
   বোডিংএ বিছানায় পড়ে থাকি,
সন্ধার পড়ে ঔষধ নিয়ে স্যারকে
    আমার বিছানার পাশে দেখি।


সেদিন কষ্ট দেখে স্যারে আমার-
    চোখ মুদিলেন বারে বার,
তাই দেখিয়া  গাত্রের ব্যাথা
     সেদিন গাত্রে  রহিলোনা আর।


গুরুর মারের কারণে আজ আমি-
      জেনারেল শিক্ষক হয়ে,
নবম দশমে বীজ গনিত করাই
       শিক্ষকতার সুনম নিয়ে।