হাসে মূলে খাইছে নেতায়-
   গাছের মূল তুলে,
খুন্তি মেরে খাইছে এবার
    ভাগ্যের চাকা তুলে।


বিশ্বাস করে মেয়ে দিলাম-
    ভাগ্নের হাতে তুলে,
ভাগ্নে খাইলো মামার মাথা
    চুমুক দিয়ে তুলে।


আতা খাইলো, খাতা খাইলো-
     খাইলো ঘরের চাল,
চায়ে চুমুম দিয়ে বলে
     ফ্লাক্স ভরে সব আন।


পেট বেচলো,মাথা বেচলো-
    বেচলো নতুন প্রজন্মকে
পাইক পেয়াদার মাথা বেচলো
   স্কু-দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তুলে।


ভবিষ্যৎ বানি না করে ভাগ্নে-
     ক্যাশ খাইলো স্বমূলে,
সহযোদ্ধাদের মাথা খাইলো
     খাতায় কলমে তুলে।


ভাগ্নে টিয়ার জিয়ার সব খাইলো-
       খাইলো কাবি খা,
অসহায় দুস্তের ঝোলা খাইলো
      ঘরের খুঁটি খাইলো ক্যা।


ভাগ্নে আমার অভিজ্ঞ ওস্তা-
      কাটে যে মাপ মত,
স্বজন-প্রিয়জনের তা কাটে ভাগ্নে
      এক্কেবারে মাপ মত।


(আমার একটি প্রতিবাদ মূলক কাব্য যা ইউনিয়নের জনগনের অনুরোধে লিখলাম)